ডেঙ্গিতে এক দিনে আরও ২২১ রোগী হাসপাতালে

0
212

খবর৭১ঃ দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৯৯ জন এবং ঢাকার বাইরে নতুন ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গি বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (১৫ আগস্ট সকাল ৮টা থেকে ১৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে নতুন ২২১ জন ভর্তি হয়েছেন। ঢাকায় নতুন ১৯৯ জন এবং ঢাকার বাইরে নতুন রোগী ২২ জন ভর্তি হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here