কান্দাহারের কেন্দ্রীয় কারাগার ভেঙে ‘শত শত’ বন্দিকে মুক্তি দিল তালেবান

0
195

খবর৭১ঃ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের কেন্দ্রীয় কারাগার ভেঙে সেখানে থাকা ‘শত শত’ বন্দিকে মুক্ত করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে তালেবান।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা স্থানীয় নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়।

তালেবানের দাবি, কান্দাহারের কেন্দ্রীয় কারাগার থেকে ‘শত শত’ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, আফগানিস্তানের গণমাধ্যম তালেবানের মুখপাত্র কারি ইউসুফ আহমাদির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

ইউসুফ আহমাদি বলেন, বুধবার কান্দাহারের কেন্দ্রীয় কারাগারের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এর পর কারাগারের সব বন্দিকে মুক্ত করে দেওয়া হয়।

এবারই প্রথম নয়, এর আগেও ২০০৮ ও ২০১১ সালে হামলা চালিয়ে কান্দাহারের কেন্দ্রীয় কারাগার থেকে বন্দিদের ছেড়ে দিয়েছিল তালেবান।

এর আগে কুন্দুজ প্রদেশের কুন্দুজ শহর এবং নিমরোজ প্রদেশের জারাঞ্জ থেকে হাজারেরও বেশি বন্দিকে মুক্তি দিয়েছে তালেবান। এসব বন্দির মধ্যে তালেবানের সদস্যও ছিল।

ইতোমধ্যে আফগানিস্তানের ৯ প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এ ছাড়া বিভিন্ন প্রদেশে চলছে তীব্র লড়াই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here