খবর৭১ঃ কোভ্যাক্সের আওতায় চীনের সিনোফার্মের আরও ১৭ লাখের বেশি ডোজ টিকা আসছে। এ নিয়ে দুই দিনে ৩৪ লাখ ৭০ হাজার সিনোফার্মের টিকা বাংলাদেশকে দিচ্ছে চীন। বেইজিং বিমানবন্দর থেকে টিকাবাহী উড়োজাহাজ ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। ফ্লাইটটি কাতারের দোহা হয়ে ঢাকায় পৌঁছাবে।
বুধবার ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় মঙ্গলবার বাংলাদেশকে ১৭ লাখ সিনোফার্মের করোনার টিকা উপহার পাঠায় চীন।