নবম প্রাদেশিক রাজধানী দখলে নিল তালেবান

0
372

খবর৭১ঃ
আফগানিস্তানের আরও একটি প্রাদেশিক রাজধানী দখলে নেওয়ার দাবি করেছে তালেবান। তাজিকিস্তানের সীমান্তবর্তী বাদাখশান প্রদেশের রাজধানী ফয়জাবাদ সিটি সশস্ত্র গোষ্ঠীটির দখলে নেয়।

বুধবার এ তথ্য জানায় তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি।

খবরে বলা হয়, তাজিকিস্তানের সীমান্তবর্তী বাদাখশান প্রদেশের ফয়জাবাদ সিটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। গোষ্ঠীটি ফয়জাবাদ শহরের সড়কে তাদের যোদ্ধারা টহল দিচ্ছে এমন ছবি শেয়ার করেছে। একই সঙ্গে তারা শহরের প্রাণকেন্দ্রে নিজেদের পতাকা উত্তোলন করেছেন।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, বাদাখশান প্রদেশ জয় করা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য জাবিহুল্লাহ আতিক এএফপিকে বলেন, তীব্র সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা পিছু হটতে বাধ্য হন। তালেবান শহরটি দখলে নিয়েছে।

এর আগে পাঁচ দিনে আফগানিস্তানের আটটি প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলেই চলছে সংঘাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here