১৫ আগস্ট থেকে মুম্বাইয়ে ট্রেন চলাচল শুরু

0
283

খবর৭১ঃ আগামী ১৫ আগস্ট থেকে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের ধমনি হিসেবে খ্যাত রেললাইন চালু হচ্ছে। তবে এই সেবা গ্রহণ করা যাবে কেবল করোনার দ্বিতীয় টিকা গ্রহণের ১৪ দিন পার হলে।

রোববার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে এই ঘোষণা দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর বরাতে ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এই মুহূর্তে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হচ্ছে। তবে আক্রান্ত বাড়তে থাকলে ফের লকডাউন পুনর্বহাল হবে।

মুখ্যমন্ত্রী ঠাকরে বলেন, ১৫ আগস্ট থেকে যারা দুই ডেজা টিকা গ্রহণ করেছে মুম্বাইয়ের লোকাল ট্রেনে তারা চড়তে পারবে। আমরা একটি অ্যাপ চালু করবো সেখান থেকে মানুষজন দ্বিতীয় ডোজ গ্রহণের পর নিজেদের তথ্য আপডেট করতে পারবেন। অ্যাপ থেকে কিংবা অফিস থেকে পাস সংগ্রহ করা যাবে।

বর্তমানে মুম্বাইয়ের ট্রেন সার্ভিস কেবল অতি প্রয়োজনীয় কর্মীদের জন্য চালু রয়েছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর চলতি বছরের এপ্রিলে শহরটির নিয়মিত ট্রেন সার্ভিস বন্ধ করে দেওয়া হয়।

রোববার ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন ৫ হাজার ৫০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫১ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here