৫৬ রানে ৮ উইকেট হারিয়ে ১০৪ রানে থামল বাংলাদেশ

0
301

খবর৭১ঃ
এক উইকেটে ৪৮ রান করে সম্মানজনক স্কোর গড়ার আভাস দিয়েছিল টাইগাররা। এরপর চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৯ উইকেটে ১০৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ খেলায় জয় পেতে হলে অস্ট্রেলিয়াকে ১০৫ রান করতে হবে।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ খেলায় টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ।

আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করতে পারেনি স্বাগতিকরা। সৌম্য সরকারের বিদায়ের মধ্য দিয়ে ৩.৩ ওভারে ২৪ রানে ভাঙে ওপেনিং জুটি।

ব্যর্থতার বৃত্তেই আটকে থাকেন সৌম্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেন নি এ ওপেনার।

আগের তিন ম্যাচে ২, ০ ও ২ রানে আউট হওয়া সৌম্য এদিন ফেরেন ১০ বলে ৮ রান করে।

এক উইকেটে ৪৮ রান করা বাংলাদেশ এরপর ৩ রানের ব্যবধানে হারায় সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহানের উইকেট।

আগের তিন ম্যাচে ৩৬, ২৬ ও ২৬ রান করা সাকিব এদিন ফেরেন ২৬ বলে ১৫ রান করে।

সাকিব আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই সাজঘরে ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহান।

দুজনেই ফেরেন মিচেল সোয়েসপনের বলে এলবিডব্লিউ হয়ে। আগের তিন ম্যাচে ৩, ২২* ও ১১ রান করা নুরুল হাসান সোহান এদিন পান গোল্ডেন ডাক।

মিচেল সোয়েসপনের আগের বলে সৌভাগ্য বশত এলবিডব্লিউ থেকে বাঁচেন ওপেনার মোহাম্মদ নাঈম। ঠিক পরের বলে উড়িয়ে মারতে গিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। সাজঘরে ফেরার আগে ৩৬ বলে ২টি চারের সাহায্যে ২৮ রান করেন এ ওপেনার।

নাঈম আউট হওয়ার পর বেশি সময় উইকেটে স্থায়ী হতে পারেননি তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন। ১৭ বলে এক ছক্কায় ২১ রান করে ফেরেন তিনি।

১৭.২ ওভারে দলীয় ৮৭ রানে অ্যান্ডু টাইয়ের গতির বলে মিডউইকেটে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শামিম।

আগের তিন ম্যাচের মধ্যে দুই খেলায় ব্যাটিংয়ের সুযোগ পাওয়া এ তরুণ আউট হন ৪ ও ৩ রানে। এদিন ফেরেন ৬ বলে মাত্র ৩ রান করে।

শেষ ওভারের প্রথম চার বলে এক চার, এক ছক্কা আর দুটি ডাবল মিলে ১৪ রান করে দলীয় স্কোর একশ পার করেন মেহেদি হাসান। ইনিংস শেষ বলের আগে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি।

শেষ বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে অ্যান্ড্র টাইয়ে বলে ক্যাচ তুলে দেন শরিফুল ইসলাম। তার বিদায়ের মধ্য দিয়ে ৯ উইকেটে ১০৪ রানে থামে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here