প্রতারক চক্র:হাতীবান্ধায় ব্যবসায়ী মহল কে সচেতন করে পুলিশের সংবাদ সম্মেলন

0
294

কাজী শাহ্ আলম, লালমনিরহাট প্রতিনিধি: প্রতারক চক্র থেকে দুরে থাকতে ব্যবসায়ী মহল কে সচেতন করে গতকাল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশ প্রশাসনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে হাতীবান্ধা থানা হলরুমে অফিসার ইনচার্জ এরশাদুল আলম এর আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত
বক্তব্যে সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার বলেন, ইদানিং ব্যবসায়ী মহলে ট্রাক মালিক ও চালকের মধ্যে একটি প্রতারক চক্র বিভিন্ন কৌশলে প্রতারনা করে আসছে। উক্ত চক্রটি বিভিন্ন সময় ট্রাকে নকল নাম্বার প্লেট ব্যবহার করে ট্রাক ভাড়া দিয়ে ব্যবসায়ীদের গুদাম থেকে মালামাল নিয়ে ব্যবসায়ীদের নির্ধারিত মহাজনের গুদামে পৌছে না দিয়ে উধাও হয়ে যায় এবং মালামাল আত্বসাত করেন। এমন ঘটনায় ইতোমধ্যে হাতীবান্ধা ও পাটগ্রাম থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। গত ২৪/৬/২১ তারিখে ব্যবসায়ী আমির হোসেন বাবু বাদী হয়ে ঢাকা মেট্রো ট-১৬-৩২৫০ নং ট্রাক ও চালক হাসান আলী (৩০) সহ হেলপার এর বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ২৪/২১ তাং ২৪/৬/২১, অপর দিকে ব্যবসায়ী ফারুক হোসেন (৪৮) গত ২৬/৭/২১ তারিখে পাটগ্রাম থানায় ঢাকা মেট্রো- ট-১৬-৩৫৪২ নং ট্রাক ও চালক শরিফুল ইসলাম (৪২) এবং হেলপারদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ১৭/২১, তারিখ ২৬/৭/২১ইং। পরর্বতীতে মামলার আয়ু এস আই আঙ্গুর মিয়া ও পাটগ্রাম থানার ফোর্স সহ গত ২৭/৭/২১ ইং তারিখে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার ভাটারা উত্তর পাড়া গ্রামের বাদশা সরকারের ছেলে সোহেল মিয়া কে ট্রাক সহ এবং একই তারিখে অপর ট্রাক রংপুর জেলার মিঠা পুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নের বাতাসন গ্রাম থেকে ট্রাক মালিক রফিকুল ইসলাম কে ট্রাক সহ গ্রেফতার করে আাদালতে সোপর্দ্দ করা হয়েছে। তিনি আরোও বলেন.লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা পিপিএম,বিপিএম মহোদয় কঠোর পরিশ্রম ও বিভিন্ন কৌশল অলম্বন করেন এবং তাহার সু-পরামর্শে উক্ত প্রতারক চক্রকে গ্রেফতার করতে আমাদের পক্ষে সম্ভব হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here