পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত (২৫) এর মৃত্যু হয়েছে। সে উপজেলার চাঁদখালীর কালিদাসপুর গ্রামের মারজুল সরদারের ছেলে। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে ইয়াসিন নিজ মৎস্য খামারের (পুকুরে) পানিতে নেমে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যৎস্পৃষ্ট হযে মারা যায়। চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক চয়ন দেবনাথ জানান, ইয়াসিনের পাঙ্গাস মাছ চাষের একটা পুকুর আছে। সেখানে বিদ্যুৎ সংযোগ রয়েছে। বিদ্যুতের বাল্ব নষ্ট হওয়ায় পানিতে নেমে নতুন বাল্ব লাগাতে গেলে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।
চাঁদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুনছুর আলী গাজী জানান, বিকেল সাড়ে ৫ টার দিকে ইয়াসিন তার নিজ পুকুরে নেমে বৈদ্যুতিক বাল্ব লাগাতে পানিতে নামলে অসাবধনতাবশত বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা যায়।