আব্দুল আওয়াল, মদন থেকেঃ নেত্রকোনায় মদনের পল্লীতে জমির আল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার কাইটাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে নবাব হোসেন(৭৫), সেলিম মিয়া(২৬), হেলিম মিয়া(৩২), অলিউল্লাহ(২৮), আলিম মিয়া (৩০), ডালিম মিয়া(২২), মান্নান মিয়া(৩৫), হান্নান মিয়া(৪০) ও আলম মিয়া(২৯)’র অবস্থা গুরুতর হওয়াই উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার কাইটাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মানিক মিয়ার ভাই মান্নান মিয়া জমির আল বাঁধতে গেলে নবাব মিয়ার ছেলে ডালিম মিয়া এতে বাঁধা দিলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে মানিক মিয়ার লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নবাব মিয়ার বাড়ীতে হামলা চালালে দু’পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের ১০জন আহত হয়েছেন।
মদন থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম জানান, রোববার সকালে উপজেলার কাইটাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে জমির আল নিয়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতরদের মধ্যে ৯জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিতালে উন্নত চিকিৎসার জন্যে প্রেরণ করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ করেনি