করোনা কেড়ে নিলো ইবি শিক্ষকের প্রাণ

0
209

ইবি প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত আনুমানিক একটার দিকে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদুর রহমান টিটু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন এবং পরবর্তীতে বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ে তিনি আইন অনুষদের ডিন, বিভাগের সভাপতি ও হল প্রাধ্যাক্ষ ছাড়াও নানান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার এ অকাল মৃত্যুতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গভীর শোক প্রকাশ করেছেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here