ছেলের ছবি প্রকাশ করে যা বললেন সাকিব-শিশির

0
258

খবর৭১ঃ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেট শিকার করে ভক্তদের আনন্দে ভাসিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শুধু তাই নয়, মাশরাফির দুই রেকর্ডকে পেছনে ফেলে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন।

সব মিলিয়ে ফর্মে ফিরেছেন সাকিব। এমন সব আনন্দঘন সংবাদের রেশ কাটার আগেই ভক্তদের আরো একটি উপহার দিলেন সাকিব।

তৃতীয় সন্তান আইজাহের ছবি প্রথমবারের প্রকাশ করলেন তিনি।

শনিবার দুপুরে নিজের ভেরিফায়েজ ফেসবুক পেজে ছোট্ট আইজাহের ছবি পোস্ট করেন সাকিব।

ক্যাপশনে সাকিব লেখেন – আমার ছেলে সন্তান আইজাহ। সবাই তার জন্য দোয়া করবেন।

একই ছবি পোস্ট করেছেন সাকিবপত্মী উম্মে আহমেদ শিশিরও। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের শিশুপুত্র আইজাহকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। সবার কাছে অনুরোধ, আপনারা ওর জন্য প্রার্থনা করবেন। মাশআল্লাহ.. আলহামদুলিল্লাহ।’

প্রসঙ্গত, অলরাউন্ডার সাকিবের তিন সন্তান। ২০১৫ সালে জন্ম হয় সাকিব-শিশির দম্পতির প্রথম সন্তান আলাইনার জন্ম হয়। গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তান ইররামের জন্ম হয়। দুই কন্যার পর শিশিরের কোলজুড়ে আসে আইজাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here