বাগমারায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

0
320

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় ১ কেজি গাঁজাসহ ১ ব্যক্তিকে আটক করেছে হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স। বুধবার সকালে তার নিজ বাড়ি থেকে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করেন।

আটককৃত ব্যক্তি হলেন, রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের সুজন পালসা গ্রামের আবুল কাশেমের ছেলে তোফাজ্জজল হোসেন(২২) সারা বিশ্বের মহামারী করোনা ভাইরাসের সংক্রমন রোধকল্পে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়নের লক্ষে সরকারের প্রশাসন যখন তৎপরভাবে কাজ করে যাচ্ছে ঠিক তখনি হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে
বিশেষ অভিযান পরিচালনা করে, গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের সুজন পালসা গ্রামের আবুুল কাশেমের বাড়ি থেকে তার ছেলে মাদক ব্যবসায়ী তোফাজ্জল হোসেনেকে গ্রেপ্তার করে ।

এই বিষয়ে হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here