ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

0
229

খবর৭১ঃ কোরবানির ঈদকে সামনে রেখে চলমান লকডাউনের কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। এতে করে মহাসড়ক আগের রূপে ফিরে এসেছে। বৃহস্পতিবার ভোর থেকেই সড়কে বেড়েছে গণপরিবহনের চাপ। এ অবস্থায় মহাসড়কের করটিয়া থেকে কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।

যানবাহনের চালকরা জানান, মহাসড়কের করটিয়া থেকে উত্তরবঙ্গমুখী যানজটের সৃষ্টি হয়েছে। মাঝে মধ্যেই যানজট ছেড়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও ধীরগতির সৃষ্টি হচ্ছে। গণপরিবহন চালু হওয়ায় সড়কে যাত্রীদের যাতায়াত বেড়েছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, যানজট নেই, এখন পর্যন্ত সড়ক স্বাভাবিক রয়েছে। যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here