অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের অর্থ বিতরণ করলো সৈয়দপুর পৌরসভা

0
371

মিজানুর রহমান মিলন,সৈয়দপুর :
করোনা পরিস্থিতিতে নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকা করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় নিম্নআয়ের মানুষজনের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সহায়তা উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেছে সৈয়দপুর পৌরসভা।

আজ মঙ্গলবার সকালে সৈয়দপুর চ আধুনিক পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ওইসব অর্থ বিতরণ করা হয়। পৌরসভার আয়োজনে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পৌর এলাকার ১৫ টি ওয়ার্ডের ৬শ নারী পুরুষের মাঝে নগদ ৫০০ টাকা করে ওই অর্থ বিতরণ করেন সৈয়দপুর পৌরসভা মেয়র রাফিকা আকতার জাহান।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ শাহীন হোসেন, প্যানেল মেয়র-২ আবুল কাশেম সরকার দুলু, প্যানেল মেয়র-৩ সাবিয়া বেগম,পৌর সচিব মো. সিদ্দিকুর রহমানসহ পৌর কাউন্সিলর শাহীন আক্তার, জোবায়দুর রহমান মিন্টু, এরশাদ হোসেন পাপ্পু, মো. জোবায়দুর রহমান শাহীন, আব্দুল খালেক সাবু, বেলাল হোসেন, মোস্তাফিজুর রহমান সরকার মুন্না, আনোয়ারুল ইসলাম মানিক, ফরহাদ হোসেনসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বিশেষ সহায়তার অর্থ বিতরণকালে পৌরমাতা মেয়র রাফিকা আকতার জাহান বলেন, ‘মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন বাংলাদেশের কোন মানুষও না খেয়ে থাকবে না। মহামারি আকারে ছড়িয়ে পড়ার শুরু থেকেই সরকার সকল শ্রেণি-পেশার জনগনকে সহযোগিতা করে আসছে।এরই ধারাবাহিকতায় সৈয়দপুর পৌরসভার সাধারণ মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এদিকে করোনাকালীন সময়ে ঈদের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া উপহার হিসেবে অর্থ সহায়তা পেয়ে খুবই খুশী বলে জানিয়েছেন অসহায় নারী পুরুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here