এ.এস.লিমন,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সকল পত্রিকা বিক্রেতা হকারদের মাঝে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সহযোগিতায় ও প্রেসক্লাব রাজারহাট-এর সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলামের উদ্যোগে প্রতিজন হকারকে ১০ কেজি চাল, ডাল, লবন, চিনি, তেল, আটাসহ প্রতি প্যাকেটে ১৭ কেজি ৫০০ গ্রাম করে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ১১ জুলাই রবিবার রাত ৯ ঘটিকায় প্রেসক্লাব রাজারহাট কার্যালয়ে ইউএনও মহোদয়ের পক্ষে ত্রাণ সামগ্রী হকারদের হাতে তুলে দেন-প্রেসক্লাবের সাবেক সভাপতি উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল চাঁদ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন-প্রেসক্লাব রাজারহাট এর সহসভাপতি আলতাফ হোসেন সরকার, এম. আজিজুল হক, যুগ্ম সা: সম্পাদক প্রহল্লাদ মন্ডল সৈকত, কোষাধ্যক্ষ মো: এনামুল হক, প্রচার সম্পাদক এ এস লিমন, সিনিয়র সদস্য রনজিৎ কুমার রায়, মাহফুজার রহমান মনু, সাইফুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, গত বছর ও করোনাকালীন তৎকালীন ইউএনও মোহা: যোবায়ের হোসেন মহোদয়ের সহযোগিতায় ও প্রেসক্লাব রাজারহাট – এর সাধারণ সম্পাদকের উদ্যোগে রাজারহাট উপজেলার প্রকৃত পত্রিকা বিক্রেতা হকারদের মাঝে দুই দফায় এ ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছিল। এ ক্লান্তিলগ্নে হকাররা এ ত্রাণ সামগ্রী হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে।