মগবাজারে বিস্ফোরণ: মারা গেলেন বাসযাত্রী সুভাষ

0
306

খবর৭১ঃ মগবাজারে বিস্ফোরণের ঘটনায় সুভাষ চন্দ্র সাহা (৬২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। তিনি সোমবার দিবাগত রাতে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসায়ধীন অবস্থায় মারা যান।

তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন সিটিটিসি পুলিশ পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার। তিনি বলেন, সুভাষ মগবাজারের ঘটনার শিকার হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি ছিলেন। গত রাতে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়।

সিটিটিসি এ কর্মকর্তা বলেন, মৃতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে তার ছেলের কাছে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।

সুভাষ (৬২) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মৃত মনমহন সাহার ছেলে। তিনি ইসলামপুরে থাকতেন। ঘটনার সময় তিনি বাসযাত্রী ছিলেন। বিস্ফোরণে সুভাষ মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here