খবর৭১ঃ আফগানিস্তানের দুই প্রদেশ বাদাখশান ও বাঘলানে তালেবানের হামলায় অন্তত ২৩ জন নিহিত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় আফগানিস্তানের গণমাধ্যম তোলো নিউজ।
খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের এ দুই প্রদেশের নানা স্থানে হামলায় হতাহতের এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।
বাদাখশান পুলিশের দুটি সূত্র জানায়, ফায়জাবাদ শহরের বিভিন্ন এলাকার নিরাপত্তাচৌকিতে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আটজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
অপর একটি সূত্র জানিয়েছে, ফায়জাবাদ শহরের উপকণ্ঠে ইয়াফতাল-ই-বালা এলাকার চারটি নিরাপত্তাচৌকিতে বৃহস্পতিবার রাতে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনী এবং গণপ্রতিরোধ বাহিনীর ২০ সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে বেশ কয়েকজনকে জিম্মি করে নিয়ে গেছে তালেবান।
অপরদিকে বাঘলান প্রদেশে তালেবানের হামলায় তিনজন নিহত হয়েছেন। এ সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে তালেবানের চার সদস্য।
আফগানিস্তানজুড়ে তালেবানের হামলা প্রতিহত করার জন্য সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে দিয়েছে সরকার। তালেবানের বিরুদ্ধে এই গণপ্রতিরোধ বাহিনীতে যোগ দিচ্ছে আফগান নারীরাও।
সরকারি কর্মকর্তারা বলছেন, তালেবানের বিরুদ্ধে যারাই লড়তে চাইবে, তাদেরই অস্ত্র ও অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।
ফলে সংঘাতকবলিত আফগানিস্তানে এবার সর্বাত্মক গৃহযুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে।
সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে ইতোমধ্যে হুশিয়ারি দিয়েছে তালেবান।