সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ

0
301

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ জুন) শহরের পুরাতন বাবুপাড়াস্থ স্কুল প্রাঙ্গণে ওই কর্মসূচি করা হয়।
বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর রেলওয়ে জেলার সম্পাদক মো. আনোয়ার হোসেন অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এ সময় ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু, উপাধ্যক্ষ নিঘাত সুলতানা রুমাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচিতে ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপন ও শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।
একই দিন “গাছ লাগান,পরিবেশ বাঁচান” শ্লোগানকে সামনে রেখে সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুল স্কাউটস্ গ্রুপ ও সৈয়দপুর গ্রন্থাগারের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল স্কুলে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here