খবর৭১ঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মায় জো (২৫) নামে এক চীনা প্রকৌশলী নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার রাতে উপজেলার শিমুলিয়াঘাটের ৩ নম্বর ফেরিঘাট বরাবর পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। বুধবার সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবীর জানান, রাত ৮টা থেকে চীনা নাগরিক জো নিখোঁজ রয়েছেন।
তবে ধারণা করা হচ্ছে, জো পানিতে পড়ে তলিয়ে গেছেন। বাংলাদেশ কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসকর্মীরা পদ্মার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছেন। তবে বুধবার সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।