খবর৭১ঃ
ধীরে ধীরে নিজেদের রক্ষণশীলতার বলয় ছেড়ে বের হতে শুরু করেছে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় নারীদের জন্য আরও একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। এখন থেকে অভিভাবকদের অনুমতি ছাড়া একাই বসবাসের অনুমোদন দেওয়া হয়েছে অবিবাহিত, বিচ্ছেদপ্রাপ্ত অথবা বিধবা নারীদের। এ জন্য তাদেরকে কারো অনুমতি নিতে হবে না।
সৌদি আরবে সাধারণত এসব নারীর ওপর অভিভাবকত্ব থাকে ঘনিষ্ঠ পুরুষ আত্মীয়ের। কিন্তু রক্ষণশীল সৌদি আরবের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ তাদের ‘ল অব প্রসিডিউর’ এর অনুচ্ছেদ ১৬৯-এর প্যারাগ্রাফ ‘খ’ বাতিল করেছে। সংশোধিত এই নিয়মের অধীনে এখন সৌদি আরবের কোনো ‘সিঙ্গেল’ নারী নিজের ইচ্ছামতো আলাদা কোনো বাসস্থান বেছে নিয়ে সেখানে অবস্থান করতে পারবেন। সংশোধিত আইনে বলা হয়েছে, কোথায় বসবাস করবেন তা বেছে নেয়ার অধিকার আছে একজন প্রাপ্ত বয়স্ক নারীর।