বোচাগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বি.কে.এস.পি ২০২১ শিক্ষা বর্ষে পরীক্ষার চূড়ান্ত তালিকা সম্প্রতি প্রকাশ করা হয়েছে এতে ক্রিকেট বিভাগে ৩৭ জন পুরুষ ও ৫ জন নারী ক্রীকেটার চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। নারী ৫ জনের মধ্যে দিনাজপুর জেলার,বোচাগঞ্জ উপজেলার,৪নং আটাগাও ইউনিয়নের বাসিন্দা নারী ক্রিকেটার, অচেনা জান্নাত ইমান্তা নির্বাচিত হওয়ায় বোচাগঞ্জ উপজেলার ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার ভাসছে ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়বৃন্দ। উল্লেখ্য অচেনা জান্নাত ইমান্তা সেতাবগঞ্জ বড় মাঠ, শেখ রাসেল মিনিস্টেডিয়ামে, ব্রাইট ফিউচার কোচিং এ কোচিং করতেন।তারই ফলস্রতিতে বাংলাদেশ ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, বি.কে.এস.পি তে নাড়ী ক্রীকেটার হিসেবে সদ্য সুযোগ পাওয়ায় তাকে ফুলের শুভেচ্ছা জানান।এ সময় উপস্থিত ছিলেন, বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক,নুরল আনোয়ার চৌধুরী,সহ-সভাপতি,নজরুল ইসলাম নজু,অতিরিক্ত সাধারন সম্পাদক, তীলক কুমার শীল, যুগ্ন সাধারন সম্পাদক, বরুন চন্দ্র সরকার ও আবু তাহের মোঃ মেজবাহুল,এছাড়াও উপস্থিত ছিলেন, হাসিবুল ইসলাম হাসু,বিধান চক্রবর্তী শুভ,মোঃ শিবলি,ব্রাইট ফিউচার কোচিং এর ট্রেইনার রনি সহ প্রমুখ।