আদালতে নেয়ার পথে পালিয়েছে আসামি

0
251

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ আদালতে নেয়ার পথে হাতকড়া নিয়ে পুলিশের হাত থেকে পলাশ (১৮) নামের এক আসামি পালিয়ে গেছে। সোমবার (৩১ মে) দুপুরে নেত্রকোনার মদন উপজেলার মদন বাজার নামক স্থান থেকে সিএনজি থেকে পালিয়ে যায় সে। পলাশ মিয়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের রমিলন মিয়ার ছেলে। আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম নিশ্চত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। আমাসি ধরতে অভিযান অব্যাহত আছে। জানা যায়, রবিবার (৩০ মে) বিকালে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের খাগুরিয়া থেকে চুরি করে আনা একটি গরুসহ পলাশ কে আটক করে জনতা। পরে থাকে মদন থানা পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে সোমবার দুপুরে সিএনজি দিয়ে নেত্রকোনা আদালতে প্রেরণ করে পুলিশ। থানা থেকে মদন বাজার নামক স্থানে পৌঁছলে বৃষ্টি শুরু হলে হাতকড়া নিয়ে পালিয়ে যায় আসামি। এ খবর লিখা পর্যন্ত আসামির কোনো সন্ধান পায়নি পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here