সৈয়দপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানি : অটোরিক্সা চালক হাজতে

0
585

মিজানুর রহমান মিলন সৈয়দপুর থেকে :
সৈয়দপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের হওয়া মামলায় আটক অটো রিক্সাচালক হাফিজুর রহমানকে (৩২) জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়।
মামলার আরজির বরাত দিয়ে থানা পুলিশ জানায়, গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল। এসময় নয়াটোলা পশু হাসপাতালের সামনে হঠাৎ তাঁর সামনে ব্যাটারি চালিত যাত্রী ছাড়া একটি অটোরিক্সা এসে থামে। তখন কোন কিছু বুঝে ওঠার আগেই ওই অটোরিক্সা চালক ওই স্কুল ছাত্রীকে জড়িয়ে শ্লীলতাহানির চেস্টা চালায়। তখন সে চিৎকার করলে অটোচালক হাফিজুর তাঁর গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করলেও ততক্ষণে এলাকার লোকজন ছুটে এসে তাকে আটক করে উত্তম মধ্যম দেয়। পরে স্কুল ছাত্রীর পরিবারের সদস্যরা অটোরিক্সা চালককে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শ্লীলতাহানির শিকার স্কুল ছাত্রী বাদি হয়ে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। মামলার আসামি হাফিজুরের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ ডাক্তার পাড়ায়। সে ওই এলাকার আজিজার রহমানের পুত্র।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান যৌন হয়রানির অভিযোগে মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে আজ সোমবার আদালতের মাধ্যমে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here