ঢাকায় সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

0
409

খবর৭১ঃ সংস্কার কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।

এতে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে গ্যাসের স্বল্পচাপ সমস্যা দূর করার লক্ষ‌্যে পূর্ব বায়তুল আমান হাউজিং এলাকায় গ্যাসের টাই ইন কাজের জন্য আগামী ৩১ মে সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত শেখেরটেক, আদাবর, বায়তুল আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‌্যাস কর্তৃপক্ষ।

এদিকে, একই কারণে আজ রোববারও এসব এলাকায় একই সময়ে গ্যাস থাকছে না। আগামী মঙ্গলবার থেকে এ সমস্যা থাকবে না বলে আশা করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here