উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে পুলিশের কেরাম খেলা প্রতিযোগিতা উদ্বোধন করলেন এসপি প্রবীর কুমার রায়।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের এক ঘেয়েমি কাটিয়ে মনটা সতেজ ও চাঙ্গা রাখতে নড়াইলে আয়োজন করা হয়েছে পুলিশ সদস্যদের নিয়ে কেরাম খেলা প্রতিযোগিতা।
পুলিশ বিভাগের আয়োজনে শনিবার (২৯ মে) সকালে পুলিশ লাইনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)। এসয় অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, সদর থানার ওসি ইলিয়াস হোসেন, ডিবি ওসি সুকান্ত সাহা সহ পুলিশের বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবীর কুমার রায় বলেন, প্রতিদিন এক ঘেয়েমী কাজ করতে করতে আমাদের মানসিক অবস্থা ভালো থাকে না। আমরা ডিউটির অবসরে যদি বিভিন্ন খেলাধুলার আয়োজন করি, তাহলে আমাদের পুলিশ সদস্যদের মনটা চাঙ্গা থাকবে, তাদের মনটা সতেজ থাকবে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাপাশি এভাবে খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে।
দিনব্যাপী এই প্রতিযোগিতায় জেলার চারটি থানা, পুলিশ তদন্ত কেন্দ্র, ডিবি পুলিশ ও পুলিশ ফাঁড়ির সদস্য সহ ২৮ জন অংশগ্রহণ করছে। বিকালে এ প্রতিযোগিতা শেষ হবে।