হাতিরঝিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত

0
257

খবর৭১ঃ রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

নিহতের নাম আনোয়ার হোসেন (৩৫)।

বুধবার সকাল সাড়ে ৭টায় হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা রিয়াজবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুমুর্ষু অবস্থায় পথচারী মো. মহিদুল কাজি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে সকাল সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী মহিদুল জানান, রিয়াজবাগ এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন আনোয়ার। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি, তবে তার কাছ থেকে পাওয়া একটি আইডি কার্ড থেকে নাম জানা যায় আনোয়ার হোসেন।
তিনি আরমান অ্যাপারেলসের সুইং সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here