আরও একটি মাইলফলক স্পর্শ করলেন সাকিব

0
321

খবর ৭১: দ্বিতীয় বাংলাদেশি হিসেবে স্বীকৃত ক্রিকেটে সাকিব আল হাসান পেয়েছেন ১০০০তম উইকেট। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে স্বীকৃত ক্রিকেটে নিজের এক হাজার তম উইকেট পেয়েছেন এই অলরাউন্ডার। কুশাল মেন্ডিসকে মেহেদি হাসান মিরাজের ক্যাচ বানিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

তার আগে এই কীর্তি গড়েছিলেন আব্দুর রাজ্জাক। বাঁহাতি এই স্পিনার ১১৪৫ উইকেট নিয়েছেন তিন সংস্করণের স্বীকৃত ক্রিকেটে ।

স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের প্রথম উইকেট ছিলেন ভুসিমুজি সিবান্দা। বাংলাদেশ এ দলের হয়ে ২০০৫ সালে ২০ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি।

সাকিব বাংলাদেশসহ ২৫টি দলের হয়ে খেলেছেন প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও স্বীকৃত টি–টোয়েন্টি। মোট উইকেটের অর্ধেকের বেশি উইকেট সাকিব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে। বাংলাদেশের হয়ে তিন সংস্করণে এই অলরাউন্ডার পেয়েছেন ৫৬৯ উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here