প্রধানমন্ত্রীর পরামর্শ উপেক্ষা করার মাশুল গুনতে হতে পারে: কাদের

0
303

খবর ৭১: ঈদ পরবর্তী শহরমুখী জনস্রোত উদ্বেগের নতুন কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ শুক্রবার (১৪ মে) নিজ বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘স্বাস্থ্য বিশেষজ্ঞরা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শকে উপেক্ষা করার মাশুল গুনতে হতে পারে। এ জন্য জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং স্বাস্থ্যবিধি ও শতভাগ মাস্ক পরতেই হবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ উপেক্ষা করার মাশুল গুনতে হতে পারে সকলকে।

এছাড়া দেশবাসী তথা মুসলিম জাহানের প্রতি পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে সেতুমন্ত্রী করোনা আক্রান্তদের নিরাময় ও সুস্বাস্থ্য প্রত্যাশা এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here