রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
গত ৬ই মে, ঝিনাইদহ সদর হাসপাতালের ভিতর জনসাধারণ চোর সন্দেহে একজন সন্দেহভাজন ব্যাক্তিকে আটক করা হয়।
জানা গেছে,ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের এক ব্যক্তিকে সাইকেল চোর সন্দেহে আটক করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি মৃত আয়ুব শেখের ছেলে মজনু রহমান(৪০)। ঝিনাইদহ থানা পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উক্ত ব্যক্তির দেওয়া তথ্য মোতাবেক ঝিনাইদহ থানা পুলিশ একটি HERO ROYAL বাই-সাইকেল, যাহার মূল্য অনুমান ৮,০০০/-(আট হাজার) টাকা উদ্ধার করেন। এ বিষয়ে ঝিনাইদহ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।