ব্যাংক লেনদেনের সময় নিয়ে নতুন প্রজ্ঞাপন

0
307

খবর৭১ঃ
ঈদের কারণে ব্যাংকে চাপ বাড়ায় ব্যাংকিং লেনদেনের সময় বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার থেকে সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। যা বুধবার পর্যন্ত লেনদেনের সময় ছিল সকাল ১০টা থেকে দুপুর ১টা ছিল।

বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নতুন এক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৬ মে থেকে ১৬ মে পর্যন্ত ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। আর আনুষঙ্গিক কাজের জন্য বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

এ ছাড়া ঈদের ছুটিতে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে।

এদিকে ১০ মে থেকে ১৩ মে পর্যন্ত তৈরি পোশাকশিল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য এবং রপ্তানিবাণিজ্য অব্যাহত রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here