নড়াইলের পল্লীতে দুইটি গাঁজার গাছ সহ গ্রেপ্তার ১

0
385

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের লোহাগড়া থানাধীন নারান্দিয়া গ্রামের শখের গাজাঁ চাষিকে বেরসিক পুলিশ শখের গাঁজার গাছ উফড়ে নিয়ে চাষিকে পুলিশের খাচায় বন্দি। গোয়েন্দা পুলিশের এএসআই মাফুজুর রহমান জানান, (৩ মে) সোমবার রাত ৯:৩০ সময় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন নারান্দিয়া গ্রাম হইতে মিলন বিশ্বাস (৪৫) পিতা-মৃত ভরত বিশ্বাস এর নিজ বসতভিটা থেকে দুইটি গাঁজার গাছ সহ গ্রেপ্তার করে লোহাগাড়া থানায় হস্তান্তর করে নড়াইল ডিবি পুলিশ।এএসআই মাফুজুর রহমান আরো জানান,মিলন বিশ্বাসের নামে লোহাগড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here