শাহজালালে ২ কোটিরও বেশি টাকার স্বর্ণ উদ্ধার

0
355

খবর৭১ঃ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বিশেষ ফ্লাইটে অভিযান চালিয়ে ২৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে। আজ শুক্রবার দুবাই-ঢাকা বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটির আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ওই স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানা গেছে। উদ্ধারকৃত ওই স্বর্ণের বর্তমান বাজার মূল্য দুই কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মো. ইফতেখার আলম ভূঁইয়া গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, পাচারের উদ্দেশ্যে বিশেষ ফ্লাইটের উড়োজাহাজের আসনের নিচে ২৮টি স্বর্ণবার লুকিয়ে রেখে আসছিল যাত্রীবেশে চোরাকারবারিরা। বিশেষ ফ্লাইটটি যখন বৃহস্পতিবার রাত ২টায় বিমানবন্দরে অবতরণ করে তখন গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখার আলম ভূঁইয়ার নেতৃত্বে বিমানের ফ্লাইটটিতে অভিযান চালিয়ে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়, যার ওজন সোয়া তিন কেজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here