ঘাস মারা বিষ ঢেলে ২ বিঘা জমি তিলক্ষেত পুড়িয়ে ছাই করলো দুর্বৃত্তরা

0
383

 রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামে কৃষক মকশিল্ড বিশ্বাসের ছেলে আব্দুল মালেক বর্গা জমি নিয়ে চাষাবাদ করে আসছে। এবার তিনি তার জমিতে তিল চাষ করেছে।কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে ঘাস মারা বিষ দিয়ে তিল গাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক আব্দুল মালেক তিনি জানান আমিরুল ইসলাম কদুর ২ বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আসছিলাম, এবার এই বর্গা জমিতে তিলের চাষ করেছি, রাতের আধারে ঘাস মারা বিষ দিয়ে আমার দিলের ক্ষেত নষ্ট করে দিয়ে গেছে। এতে আমার প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।তিনি আরো জানান আমার তিন ছেলের মধ্যে এক ছেলে অন্ধ তাকে নিয়ে খুব কষ্টে মানবেতর জীবনযাপন করছি। আমার কোন জায়গা জমি না থাকায় বর্গা জমি নিয়ে চাষাবাদ করছি। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম বলেন, ঘাস মারা বিষ দিয়ে নীলক্ষেত পুড়িয়ে দিয়েছে এমন সংবাদ আমরা পেয়েছি। ঘটনাস্থলে উপসহকারী কৃষি কর্মকর্তা কে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে গেছে দুই বিঘা জমিতে ঘাস মারা বিষ প্রয়োগের ফলে পুড়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here