সুন্দরগঞ্জে গ্রাম পুলিশের মৃত্যু

0
751

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর রাজীবপুর গ্রামের নিজাম উদ্দিন (৪৬) নামে এক গ্রাম পুলিশের আকষ্মিক মৃত্যু হয়েছে।
জানা যায়, বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রাম পুলিশ নিজাম উদ্দিনের মৃত্যু হয়। তিনি ঐ গ্রামের মীর বকস গ্রাম পুলিশের ছেলে ও ধোপাডাঙ্গা ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্তব্যরত ছিলেন। এ ঘটনার পূর্বে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা প্রতিরোধক (টীকা ২য় পর্বের) গ্রহণ করেন। ইউপি চেয়ারম্যান এ্যাড. মোখলেছুর রহমান রাজু জানান, গ্রাম পুলিশ নিজাম উদ্দিন দায়িত্ব পালনের ক্ষেত্রে বুধবার হিসেবে থানায় সাপ্তাহিক হাজিরা দিতে গেছেন বলে জানেন। এরপর তার মৃত্যু হয়েছে বলে লোক মুখে শুনেছেন।
উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার বলেন, নিজাম উদ্দিন (গ্রাম পুলিশ) করোনা প্রতিরোধক টীকা গ্রহণ করেছেন সত্য। টীকা গ্রহণের আধাঘন্টা পর মৃত্যু হবার ঘটনা জেনেছেন। তবে, বিষয়টি কি হতে পারে তা নির্ণয় করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here