সিঁড়িতে হোঁচট খেলেন বাইডেন

0
251

খবর ৭১: মার্কিন প্রেসিডেন্টের জন্য বরাদ্দ বিমান এয়ারফোর্স ওয়ানে উঠতে গিয়ে সিঁড়িতে হোঁচট খেলেন জো বাইডেন। টানা তিনবার হোঁচট খেয়ে সিঁড়িতেই পড়ে যান তিনি। পরে অবশ্য নিজেই নিজেকে সামলে নেন। এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার বিমানে উঠতে গিয়ে সিঁড়িতে পরপর তিনবার হোঁচট খান জো বাইডেন। বাইডেন এদিন মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রু থেকে আটলান্টার উদ্দেশে রওনা হচ্ছিলেন। খবর ডেইলি মেইলের।

ভিডিওতে দেখা গেছে, জো বাইডেনকে তার সহকারী বিমানের সিঁড়ি পর্যন্ত এগিয়ে দেন। কয়েকটি সিঁড়ি দিয়ে ওঠার সময় বাইডেনকে সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যেতে দেখা যায়। একবার, দুবার নয়, তিনবার পড়ে যান বাইডেন এবং উঠে দাঁড়ান। পরে বিমানের ভেতরে প্রবেশের আগে স্যালুট জানান।

হোয়াইট হাউস সংবাদমাধ্যমকে জানিয়েছে, ঘটনার সময় প্রচণ্ড বাতাস ছিল। জো বাইডেন শতভাগ সুস্থ আছেন। তিনি কোনো আঘাত পাননি। বাইডেন আটলান্টায় যাচ্ছিলেন। সেখানে এশীয়-আমেরিকান নেতাদের সঙ্গে সভায় যোগ দিতে যাওয়ার পথে এ অঘটন ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here