খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদ জাবি শিক্ষক ফোরামের

0
1623

খবর ৭১:  জাবি প্রতিনিধি,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আজ শনিবার বিকেলে এক বিবৃতিতে তারা বলেন, বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। তার কার্যালয়ে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে পারে এটা মানুষ বিশ্বাস করে না। এ তল্লাশি সরকারের পাতানো ষড়যন্ত্র। সরকার খালেদা জিয়াকে অসম্মান আর বিপর্যস্ত করতেই পুলিশ দিয়ে এ তল্লাশি চালিয়েছে।এটা গণতান্ত্রিক সভ্যতার চরম পরিপন্থী। তারা আরো বলেন এই আওয়ামী অবৈধ সরকার গণতন্ত্র, বাক্স্বাধীনতা, জনগণের মৌলিক অধিকারের বিশ্বাস করে না।বিবৃতিদাতা শিক্ষকরা হলেন,বিবৃতিদাতা শিক্ষকরা হলেন, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক মোঃ শামছুল আলম, অধ্যাপক ফিরোজা হোসেন, অধ্যাপক মাহবুব কবির, অধ্যাপক মোঃ সোহেল রানা, অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক মোঃ শরিফ উদ্দিন, অধ্যাপক মোহাঃ তালিম হোসেন, অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, অধ্যাপক মোঃ মনোয়ার হোসেন, অধ্যাপক ড. ছালেহ আহমেদ খান, সহযোগি অধ্যাপক মোঃ জামাল উদ্দিন, অধ্যাপক মোঃ নূরুল ইসলাম, ড. মোঃ কামরুজ্জামান, অধ্যাপক মাসুম শাহরিয়ার, ড. এ কে এম রাশিদুল আলম, অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here