আক্রান্ত সাড়ে ১১ কোটি, মৃত্যু সাড়ে ২৫ লাখ পার

0
198
২৪ ঘণ্টায় করোনা কাড়ল সাড়ে ৯ হাজার প্রাণ

খবর৭১ঃ করোনাভাইরাস মহামারি প্রতিরোধে দেশে দেশে চলছে টিকাদান। করোনার প্রকোপ বিশ্বব্যাপী চলছে। এখন পর্যন্ত সাড়ে ২৫ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা সাড়ে ১১ লাখ ছাড়িয়েছে। করোনা থেকে সেরে উঠেছেন ৯ কোটি ৬ লাখের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৯ হাজার ১৮৩ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ২১৭ জন।

করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৫২ লাখ ৮৩ হাজার ৪৭৬ জন। মৃত্যু হয়েছে ২৫ লাখ ৫৯ হাজার ২৭০ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ কোটি ১০ লাখ ‌৯৪ হাজার ৭৬১ জন।

করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ৭০৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ২৯ হাজার ২১৪ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১১ লাখ ৩৯ হাজার ৩২৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৩৮৫ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬ লাখ ৪৭ হাজার ৮৪৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৫৭ হাজার ৫৬২ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। তালিকায় ৩৩ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here