জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরায় বাইসাইকেল পদযাত্রা

0
292

সাতক্ষীরা থেকে সেলিম হায়দার: জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরা শহর থেকে উপকুলীয় উপজেলা শ্যামনগরের মুন্সিগঞ্জ পর্যন্ত বাইসাইকেল র‌্যালীর মাধ্যমে “জলবায়ু পদযাত্রার” উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এ পদযাত্রা শুরু।
পদযাত্রার উদ্বোধন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আশিষ কুমার মন্ডল, জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রোকনুজ্জামান, জেলা পরিষদ সদস্য মাহফুজা রুবি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।
বক্তারা এসময় বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার ব্যাপকভাবে কাজ করছে। সরকারের পাশাপাশি আমাদেরও কাজ করতে হবে, সচেতন হতে হবে। সারা বিশ্বে জলবায়ুর পরিবর্তন ঘটেছে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ হলেও এখন জলবায়ু পরিবর্তনের কারনে ঋতুর পরিবর্তন ঘটেছে। ফলে ঝুঁকিতে রয়েছে সাতক্ষীরা জেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here