মানুষ বনাম পুরুষ

0
521
ড.কামরুল আহসান

যতবার তুমি ধর্ষিতা হয়েছো

ততবারই পুরুষ এই আমার হয়েছে বলাৎকার

আমিও তোমার মতো কাঁদতে পারি না

ক্ষণে ক্ষণে করি চিৎকার

তুমি আমার বোন- আত্মার আত্মীয়

তোমার কষ্টের পঙ্গু প্রজাপতি

উড়িয়েছে মমত্ব রেনু করেছে আমার স্বীয়।

বাসে, ঘাটে, বন্দরে কিংবা আপন ঘরের চার দেয়ালে

অবিরত হয় তোমার ধর্ষণ

ড্রাইভার-শ্রমিক-টুকটুকে লাল টাইয়ের সাহেব

অবিরত তোমাকে ঘিরে  ললসার বর্ষণ।

জানি তুমি রুখবেনা কোনদিন-কাঁদবেও না

শুধু ক্ষণে ক্ষণে করবে গোপন চিৎকার

পুরুষ আমি-সমাজের পুরুষাঙ্গ কলঙ্কিত

সবল হয়ে চির দুর্বল আমি

আয়নার নিজের মুখ সহস্রবার ধিকৃত।

যতবার তুমি ধর্ষিতা হয়েছো

ততবার আমি শুধুই পুরুষ

মানুষ হইনি এখনও।

কবি: ড.কামরুল আহসান

ভালোবাসার কবিতা` তোমাকে…‘ বই থেকে সংগ্রহীত

কবি পরিচিতি: ড. কামরুল আহসান একাধারে একজন গবেষক, মানবাধিকার ব্যক্তিত্ব, টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক এবং সাবেক সেনা কর্মকর্তা। তিনি যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা ইউকে এসোসিয়েশন ফর হিউম্যান রাইটসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। মিরপুরের স্থায়ী বাসিন্দা ড. কামরুল আহসান চাঁদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মৌলভী মোহাম্মদ উল্যাহ পাটওয়ারী ও স্বর্ণগর্ভা জননী খন্দকার সেলিনা আক্তারের জ্যেষ্ঠ পুত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here