মেসি-দেম্বেলের গোলে সহজ জয়ে দুইয়ে বার্সা

0
256

খবর৭১ঃ স্প্যানিশ লা-লিগার খেলায় লিওনেল মেসি এবং ওসমানে দেম্বেলের গোলে দুর্দান্ত ফর্মে থাকা সেভিয়ার বিপক্ষে সহজ জয়ই পেল বার্সেলোনা। এ ম্যাচটি ২-০ গোল ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদকে টপকে দুই নম্বরে উঠে রোনাল্ড কোমানের শিষ্যরা।

সেভিয়ার বিপক্ষে সব ধরণের প্রতিযোগিতা মিলে এর আগে তিন ম্যাচে জয়ের স্বাদ পায়নি। তাই ক্লাবটির বিপক্ষে জয়ে ফিরতে মুখিয়ে ছিল শিরোপা প্রত্যাশী বার্সেলোনা।

প্রথম ২০ মিনিটে প্রায় দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রাখলেও এ সময়ে উল্লেখযোগ্য কোনো আক্রমণ করতে পারেনি বার্সেলোনা। ২১তম মিনিটে গোলের উদ্দেশে ম্যাচে প্রথম শট নেয় তারা। তবে দেম্বেলের বাঁ পায়ের দুর্বল শট ধরতে কোনো সমস্যা হয়নি গোলরক্ষকের।

ম্যাচের ২৯তম মিনিটে দারুণ গোলে দলকে এগিয়ে নেন দেম্বেলে। মাঝমাঠ থেকে মেসির থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের কোনাকুনি শটে বল ঠিকানায় পাঠান ফরাসি ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে সেভিয়া কোচ লোপেতেগিও কৌশলে বদল আনেন। উইঙ্গার পাপু গোমেজের বদলে পাঠান স্ট্রাইকার এন-নেসরিকে, যাতে বার্সার তিন সেন্ট্রাল ডিফেন্ডারের বিপরীতে দুই স্ট্রাইকার এন-নেসরি ও লুক ডি ইয়ং কিছুটা চাপ তৈরি করতে পারেন। দ্বিতীয়ার্ধে তাতে সেভিয়ার আক্রমণে কিছুটা প্রাণ ফিরেছে বটে, তবে ভালো সুযোগগুলো বার্সাই পেয়েছে।

৮৫তম মিনিটে অবশেষে সাফল্যের দেখা পান মেসি। দুই জন ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন মেসি। ঠিক মতো ফেরাতে পারেননি বোনো। ফিরতি বল ধরে তাকেও পেরিয়ে ফাঁকা জালে বল পাঠান বার্সেলোনা অধিনায়ক। আর তাতেই জয় নিশ্চিত হয়।

এ জয়ের মাধ্যমে ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট বার্সার। এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল। চারে থাকা সেভিয়ার পয়েন্ট ২৪ ম্যাচে ৪৮। আর ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here