২৪ ঘণ্টায় করোনা কাড়ল সাড়ে ৯ হাজার প্রাণ

0
288
২৪ ঘণ্টায় করোনা কাড়ল সাড়ে ৯ হাজার প্রাণ

খবর৭১ঃ করোনাভাইরাস মহামারি প্রতিরোধে দেশে দেশে চলছে টিকাদান। তবে এর মাঝেও থেমে নেই করোনার প্রকোপ। ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৯ হাজার ৫৮২ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৯৬৩ জন।

করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৩৯ লাখ ৭৬ হাজার ৩৯৯ জন। মৃত্যু হয়েছে ২৫ লাখ ২৯ হাজার ১১৪ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ কোটি ৮৯ লাখ ‌৫৩ হাজার ৫৪৭ জন।

করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯১ লাখ ৩৬ হাজার ৯১২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ২৩ হাজার ৮২ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১০ লাখ ৭৯ হাজার ৯৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৯৭০ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৫৭ হাজার ৭৯৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৫২ হাজার ৯৮৮ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। তালিকায় ৩৩ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here