খবর ৭১: অধরা বলেন,বাবাকে আমি পাগলের মতো ভালোবাসি। কারণ, বাবা অন্যায় আবদারগুলো বেশি মেনে নেয়। আশকারা বেশি দেয়। আমার আজকে এতোদূর আসার পেছনে সবথেকে ওনার অবদান বেশি। আমাকে তিনিই বেশি ভালোবাসেন।
ঢালিউডের গ্লামারাস চিত্রনায়িকা অধরা খান। সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর নতুন ছবি ‘পাগলের মতো ভালোবাসি’। এই ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক আসিফ নূর, সুমিত সেনগুপ্ত ও চিত্রনায়িকা অধরা খান। আসলেই কি তিনি কাউকে পাগলের মতো ভালোবাসেন? এবার অন্যরকম ভালোবাসার কথা জানাতে গিয়ে অধরা বলেন, আমি আমার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি।