খবর ৭১: নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাক্তন প্রফেসর মনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)। গতকাল রবিবার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। আজ (সোমবার) সকালে চাঁদপুরে তার দাফন সম্পূর্ণ হয়েছে। মৃত্যু কালে তিনি স্বামী, এক কন্যা, দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যাক্তি জীবনে তিনি দানশীল ও সমাজ সেবক ছিলেন। তার স্বামী ড. ওয়াজি উল্ল্যাহ পাটওয়ারী বাংলাদেশের এন জি ও (NGO) ব্যবস্থাপনা ও প্রসারের অন্যতম পুরোধা, “বিশ্বের শিশুর” বাংলাদেশের প্রধান ছিলেন। সেই সাথে চাঁদপুরের বিভিন্ন সামাজিক অবকাঠামো উন্নয়নে তিনি ভূমিকা রেখে চলছেন। বর্তমানে তিনিও অসুস্থ অবস্থায় রয়েছেন।
তাছাড়া মনোয়ারা বেগম ছিলেন কামরুল গ্রুপের চেয়ারম্যান ড. কামরুল আহসানের বড় চাচী।
মনোয়ারা বেগমের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করছেন তার পরিবারের সদস্যরা।