নীলফামারীতে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

0
227

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির উদ্যোগে নীলফামারী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০০ দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত বুধবার  নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বারনীরডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ওই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার এলিনা খানম, এবং উপজেলার সংগলশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান।
বারনীরডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রত্যাশা ’৮৬ এর প্রচার সম্পাদক টিকেন্দ্রজিৎ রায় মিরু’র সভাপতিত্ব কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুরস্থ সামাজিক সংগঠন প্রত্যাশা ’৮৬ এর সাধারণ সম্পাদক শেখ মো. শহীদুল হক, সাবেক সভাপতি ডা. এস. এম. জামিল, সহ-সভাপতি মমতাজ মিন্টু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম লিটন, কোষাধ্যক্ষ মো. নাসিম উদ্দিন, নিরঞ্জন চন্দ্র রায়, মো. শফিকুল ইসলাম, গোলাম রব্বানী শাহ, মো. আব্দুল আউয়াল, মো. আনিছুর রহমান, মো. হারুন-উর-রশীদ, মোসাদ্দেকুর রহমান রূপমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন সামাজিক সংগঠন প্রত্যাশা ’৮৬।
শীতার্ত মানুষদের মানবিক সহায়তা প্রদান করায় নীলফামারী জেলা প্রশাসক ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি’র সাধারণ সম্পাদক রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক ও সমিতি’র সদস্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোজ কুমার রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here