অচিরেই সব রায় দেয়া হবে বাংলায়: প্রধান বিচারপতি

0
253

খবর৭১ঃ
উচ্চ আদালতের সব রায় বাংলায় লেখার কার্যক্রম এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

প্রধান বিচারপতি বলেছেন, অচিরেই সুপ্রিম কোর্টের সব রায় বাংলায় দেওয়া হবে। এজন্য আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে একটি অনুবাদ সেল গঠন করেছি। তারা এরই মধ্যে কাজ শুরু করেছে।

রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

উচ্চ আদালতের সব রায় বাংলায় লেখার বিষয় নিয়ে নানাসময় আলোচনা হয়েছে। তবে এখনো তা বাস্তবায়িত হয়নি। যদিও গতবছরের শেষ দিকে নতুন একটি সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। ফলে এখন উচ্চ আদালতের রায়গুলো ইংরেজি থেকে বাংলায় রূপান্তরিত হচ্ছে।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, গত ডিসেম্বরে আমরা একটি সফটওয়্যারের ব্যবহার শুরু করেছি। যার ফলে সুপ্রিম কোর্টের সব রায় ইংরেজি থেকে স্বয়ংক্রিয়ভাবে বাংলায় রূপান্তরিত হচ্ছে। রূপান্তর কাজ শেষ হলে আমরা আরও গুছিয়ে নেবো।

প্রধান বিচারপতির সঙ্গে শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের দুই বিভাগের আইনজীবীরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here