ফেরির তলায় ফাটল, অল্পে রক্ষা ৩ শতাধিক যাত্রীর

0
229

খবর৭১ঃ
পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে তলা ফেটে ‘গোলাম মাওলা’ নামে একটি ফেরি ডুবে যাওয়ার উপক্রম হলেও অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছেন তিন শতাধিক যাত্রী।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে বাংলাবাজার ঘাট থেকে ৩৫টি যানবাহন ও ৩ শতাধিক যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাটে আসার পথে হাজরা চ্যানেলের মাগুরখণ্ড স্থানে তলা ফেটে দুর্ঘটনার কবলে পরে ফেরিটি।

ফেরি থাকা বেশ কয়েকজন জানান, তলা ফেটে ভেতরে পানি ঢোকার পরে ফেরিটির একপাশ কাত হয়ে যায়। তবে কোনোরকমে ফেরিটি চালিয়ে ঘণ্টাখানেক পর বেলা ৫টায় ফেরিটি মুন্সিগঞ্জের লৌহজং শিমুলিয়া ঘাটে পৌঁছানো হয়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) সাফায়েত আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কবলে পরা ফেরিটিতে তিনটি যাত্রীবাহী বাস, ৩টি ট্রাক ও ২৯টি ছোট ও মাঝারি আকারের যানবাহনসহ মোট ৩৫টি গাড়ি ও ৩শতাধিক যাত্রী ছিল। তবে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘাটে পৌঁছানোর পর যাত্রী ও যানবাহন অক্ষতভাবে নামিয়ে দেয়া হয়েছে। ফেরির ফাটলের স্থানটি পরীক্ষার জন্য ডুবুরি টিম আনা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here