সুদীপ্ত শামীম, রিপোর্টারঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ‘ওয়ান ডে ওয়ান ওয়ার্ড’ খাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার চন্ডিপুর ক্লাস্টারের আয়োজনে পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার একেএম হারুন-উর-রশিদ।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল্লাহ্’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, আশিকুর রহমান, রিপন আলী ও বিপ্লব হাসান মদিনা।
পরে, বুনিয়াদি প্রশিক্ষণে ১ম স্থান অর্জন করে ডিজি এ্যাওয়ার্ড প্রাপ্ত হওয়ায় শিক্ষকগণের পক্ষ থেকে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল্লাহ্কে সম্মাননা জানানো হয়। শেষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পক্ষ থেকে শিক্ষকগণকে নববর্ষের শুভেচ্ছা স্বরূপ নোটবুক ও কলম প্রদান করা হয়।