সুন্দরগঞ্জে অবসপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা

0
329

সুদীপ্ত শামীম, রিপোর্টারঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে চন্ডিপুর ক্লাস্টারের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সাতজন অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চন্ডিপুর ক্লাস্টারের শিক্ষকবৃন্দের আয়োজনে পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল্লাহ্’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার একেএম হারুন-উর-রশিদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, আশিকুর রহমান, রিপন আলী ও বিপ্লব হাসান মদিনা। অবসরপ্রাপ্ত সীচা ২নং সপ্রাবি’র প্রধান শিক্ষক শাহ মোঃ নুরুল ইসলাম, সীচা বালিকা সপ্রাবি’র প্রধান শিক্ষক নূরুল আমিন, উত্তর সীচা সপ্রাবি’র প্রধান শিক্ষক আব্দুল আজিজ, উজান বোচাগাড়ী শিশুমঙ্গল সপ্রাবি’র প্রধান শিক্ষক নুরুল আলম, ফারাজীপাড়া সপ্রাবি’র প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বাতাসুজ্জান সপ্রাবি’র সহকারী শিক্ষক খোরশেদ আলম প্রমাণিক ও উত্তর চন্ডিপুর সপ্রাবি’র সহকারী শিক্ষক নূররুল হককে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here