মিরসরাইয়ে ২০১৫ ব্যাচের পুনর্মিলনী উদযাপন

0
308

রেদোয়ান হোসেন জনি, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

এসো মিলি প্রাণের টানে এ স্লোগানে মিরসরাইয়ে এসএসসি-২০১৫ ব্যাচ এর পুনর্মিলনী উদযাপন করা হয়েছে।
৭ জানুয়ারি (বৃহস্পতিবার) দিনব্যাপী পুণর্মিলনী অনুষ্ঠান মিরসরাইয়ের মহামায়া লেকে অনুষ্ঠিত হয়।

২০১৫ ব্যাচের আল শাহরিয়া হাসান সোহানের সভাপতিত্বে এবং শামীম ওসমানের সঞ্চালনায় পুণর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরীফ সবুজ, রিয়াজ উদ্দিন, কামরুল, মুরাদ হাসান, কেফায়েত রাজু, মেহেদুল রাফি, ইমতিয়াজ জিতু, শিবলু, তারেক রাকিব, নিশান, ফরহাদ, তানজুম ইরফান, ইমন প্রমুখ।

২০১৫ ব্যাচের সদস্যদের মোরগের লড়াই, বেলুন ফুটানো, বক্তৃতা,স্মৃতিচারণ, হাসি আনন্দে মুখরিত ছিলো মহামায়া এলাকা।

মোরগের লড়াইয়ে বিজয়ীরা হলেন, ফরহাদ (৬ নং), রকি (২ নং), সাইফুর (২ নং) ও বেলুন ফুটানোতে কামরুল (৮ নং), শাকিল (৬নং), সালমান (১০ নং)।

পুণর্মিলনী অনুষ্ঠানের সমন্বয়ক ও উদ্যোক্তা আল শাহরিয়ার হাসান সোহান বলেন, ২০১৫ ব্যাচের সদস্যদেরকে একত্রিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে ব্যাচের সকল সদস্যদের মধ্যে ঐক্য ও বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি হবে। এ বছর পুণর্মিলনীতে ৩০০ সদস্য অংশগ্রহণ করে। আগামীতে উত্তর চট্টগ্রামের সকলকে একত্রিত করে আরও বড় পরিসরে মিরসরাইয়ের বাহিরে কোন পর্যটন কেন্দ্রে এ পুণর্মিলনী করার আগ্রহ আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here