বিজয়ের মাসে শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দিতে চাই- সাংগঠনিক সম্পাদক নাদেল

0
379
বিজয়ের মাসে শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দিতে চাই- সাংগঠনিক সম্পাদক নাদেল

আওয়াল, মদন (নেত্রকোনা) : নেত্রকোনার মদন আওয়ামী লীগের ঘাটি, আমরা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার উন্নয়নের বার্তা নিয়ে এসেছি। বিজয়ের মাসে শেখ হাসিনা নৌকার বিজয় উপহার দিতে চাই, তাই আপনারা ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দেশের উন্নয়নের বার্তা পৌঁছে দিন।

আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করলে মদন পৌরসভাকে ২য় শ্রেণি থেকে দ্রুত ১ম শ্রেণিতে উন্নীত করা হবে। বুধবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রথম ধাপে পৌর নির্বাচনকে সামনে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছের সঞ্চলনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সহ-সভাপতি অধ্যাপক গোলাম রসুল,জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়,নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম, মদন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান , কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মমতাজ হোসেন চৌধুরী, মেয়র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক সাইফুল ইসলাম সাইফ,পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার শামীম প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here